বিএনপি থেকে মওদুদ বহিস্কার !
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমদকে দল থেকে বহিষ্কার করা হয়েছে বলে একটি সংবাদ বিজ্ঞপ্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। যদিও এ বিষয়ে নিশ্চিত হওয়ার জন্য বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ব্যারিস্টার মওদুদ আহমেদ কাউকেই ফোনে পাওয়া যায়নি।
এদিকে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ব্যারিস্টার মওদুদ আহমেদকে বহিষ্কার করা হয়েছে। তার এই বহিষ্কার আদেশে স্বাক্ষর করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
« নির্বাচনী সহিংসতায় ব্রাশ ফায়ারে খাগড়াছড়িতে ২ জন খুন (পূর্বের সংবাদ)
(পরবর্তি সংবাদ) পল্টন থেকে নির্বাচনের ২২০টি নকল সিল জব্দ »