মিরসরাইয়ে বিশাল ভোটের ব্যবধানে নৌকা বিজয়ী, ৭ম বার এমপি হলেন মোশাররফ
মিরসরাই প্রতিনিধিঃ মিরসরাইয়ে বিশাল ভোটের ব্যবধানে নৌকা প্রতীকের প্রার্থী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বিজয়ী হয়েছেন। তিনি মিরসরাই আসন থেকে ৭ম বারের মতো এমপি নির্বাচিত হন।
নৌকা ২ লাখ ৬৬ হাজার ৬ শত ৫৬ ভোট, ধানের শীষ ৩ হাজার ৯ শত ৯১ ভোট, চেয়ার ২ হাজার ৮ শত ৮৩ ভোট, হাতপাখা ১ হাজার ৪ শত ১৮ ভোট, হাত পাঞ্জা ২ শত ২৮ ভোট, উদীয়মান সূর্য ৩ শত ২৭ ভোট।
মোট ভোট সংগ্রহ হয়েছে ২ লাখ ৭৫ হাজার ৫ শত ৩ ভোট।
« একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে জাতির সাথে ‘নিষ্ঠুর প্রহসন’ হিসেবে বর্ণনা করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। (পূর্বের সংবাদ)
(পরবর্তি সংবাদ) বিভ্রান্তরা জনগণের ক্ষুদ্র একটি অংশ সেটাই প্রমাণ হয়েছে এবারের নির্বাচনে- আবদুল্লাহ হারুন জুয়েল »