আদালতের রায়ে প্রমাণিত হয়েছে বিএনপি সন্ত্রাসী দল : কাদের
একুশ আগস্ট গ্রেনেড মামলার রায়ের মধ্যে দিয়ে বিএনপি ‘সন্ত্রাসী দল’ হিসেবে স্বীকৃতি পেয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শুক্রবার পদ্মা সেতুর কাজের অগ্রগতি দেখতে মাদারীপুরে গিয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী কাদের এ মন্তব্য করেন। তিনি বলেন, ২১ আগস্টের রায়ের পর বিএনপি আন্তর্জাতিকভাবে একটি সন্ত্রাসী দল হিসেবে অভিহিত হয়েছে। এই রায়ের মধ্য দিয়ে বিএনপি সন্ত্রাসী দল হিসেবে স্বীকৃতি পেয়েছে। আদালতের পর্যবেক্ষণের সূত্র ধরে আওয়ামী লীগ নেতা কাদের বলেন, বিএনপিকে আগেও কানাডার আদালত সন্ত্রাসী দল হিসেবে আখ্যা দিয়েছে। এখন এই রায়ের মাধ্যমে তা স্পষ্ট হয়েছে। তিন মামলার সাজা মাথায় নিয়ে লন্ডনে পালিয়ে থাকা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে সরকার সাজা কার্যকর করার চেষ্টা করবে বলে জানান সরকারের সেতুমন্ত্রী কাদের। খবর বিডিনিউজের।
শুক্রবার সকালে তিনি পদ্মা সেতুর জাজিরা অংশে টোলপ্লাজার কাজের অগ্রগতি পরিদর্শন করেন। মন্ত্রী জানান, ১৪ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুন্সীগঞ্জ, শরীয়তপুর ও মাদারীপুরে কয়েকটি কর্মসূচিতে অংশ নেবেন। তিনি পদ্মা সেতু প্রকল্পের অগ্রগতি দেখবেন এবং বিকালে মাদারীপুরে জনসভায় বক্তব্য দেবেন।
« দুর্নীতি হলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা : প্রধানমন্ত্রী (পূর্বের সংবাদ)
(পরবর্তি সংবাদ) সড়কে এখনো মৃত্যুর মিছিল »