উইঘুর মুসলিম সম্প্রদায়ের ওপর বর্বর নির্যাতন চীনের ‘
চীনের জিনজিয়াং প্রদেশে সংখ্যালঘু উইঘুর মুসলিম সম্প্রদায়ের ওপর চালানো হচ্ছে নির্মম নির্যাতন। এমন অভিযোগ করে এর তীব্র নিন্দা জানিয়েছে তুরস্ক।
তুরস্ক চীনের উইঘুর সম্প্রদায়ের ওপর এ নির্যাতনকে ‘মানবতার জন্য লজ্জাজনক’ বলে আখ্যা দিয়েছেন। একই সঙ্গে জিনজিয়াং প্রদেশে মুসলিমদের আটকে রাখা বন্দীশিবির বন্ধ করে দেয়ার আহ্বান জানিয়েছে।
শনিবার এক বিবৃতিতে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর মুখপাত্র হামি আকসী জানায়, এটা এখন পরিষ্কার যে চীন ওই বন্দীশিবিরে ১০ লাখের বেশি মুসলিমকে বন্দি করে রেখেছে। তাদের ওপর চীন নির্মম অত্যাচার চালাচ্ছে।
তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর মুখপাত্র বলেন, এটা এখন আর গোপন নয় যে এক মিলিয়নের বেশি উইঘুরকে জোরপূর্বক গ্রেপ্তার করা হয়েছে, তাদের বন্দীশিবিরে আটকে চালানো হচ্ছে অত্যাচার এবং মগজ ধোলাইয়ের চেষ্টা।
তিনি আরো বলেন, আমরা চীনা কর্তৃপক্ষকে জানিয়েছি তারা যেন ওই বন্দীশিবির বন্ধ করে দেয় এবং সকলের মৌলিক অধিকারের প্রতি সম্মান করে।
এসব উইঘুর বন্দীশিবিরে আটককৃত দের বেশিরভাগই তুর্কীয় ভাসী। এর আগে উইঘুরদের শিবিরে প্রবেশে অধিকার চেয়েছিল জাতিসংঘ।
তবে চীন উইঘুর সম্প্রদায়ের ওপর নির্যাতনের অভিযোগ বরাবরই অস্বীকার করেছে। তথ্যসূত্র: বিবিসি, আল-জাজিরা।