রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে আগুন
![](https://www.praner71news.com/wp-content/uploads/2019/03/logo-71.png)
বৃহস্পতিবার ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্তব্যরত কর্মকর্তা রাসেল জানান, সন্ধ্যা ৫টা ৫০ মিনিটের দিকে হাসপাতালের নতুন ভবনের দ্বিতীয় তলার স্টোররুম থেকে আগুনের সূত্রপাত হয়।
ফায়ার সার্ভিসের ১৬টি ইউনিট আড়াই ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে।
এর আগে ফায়ার সার্ভিস সদস্যদের আন্তরিক প্রচেষ্টা সত্বেও আরও দুটি তলায় আগুন ছড়িয়ে যায়। এতে হাসপাতালে অবস্থানরত রোগীসহ অন্যদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
অগ্নিকাণ্ডের পরে ঘটনাস্থলের কাছাকাছি থাকা নারী ও শিশু ওয়ার্ড এবং আইসিইউ থেকে রোগীদের স্থানান্তর করা হয় বলেও জানান রাসেল।
আগুন লাগার খবর পেয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ও স্বাস্থ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসান সোহরাওয়ার্দী হাসপাতাল পরিদর্শন এবং আগুন নেভানোর কাজ প্রত্যক্ষ করেন।
এ সময় স্বাস্থ্যমন্ত্রী রোগীদের অন্য হাসপাতালে সরিয়ে নেয়ার নির্দেশ দেন এবং সবাইকে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানান।
তিনি উপস্থিত সাংবাদিকদের জানান, অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে কাজ চলছে।