প্রাণের ৭১

অভিনেত্রী সানাই মাহবুব আটক।

সামাজিক যোগাযোগ মাধ্যম ও ইন্টারনেটে অপেশাদার এবং অপ্রাসঙ্গিক ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকাই সিনেমার নবাগত নায়িকা সানাই মাহবুব সুপ্রভাকে আটক করেছে পুলিশ।

রোববার দুপুর ৩টার দিকে রাজধানীর মগবাজার এলাকা থেকে তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাইবার ক্রাইম ইউনিট।

ডিএমপির সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রাইম ইউনিটের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) নাজমুল ইসলাম সময়ের কণ্ঠস্বরকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, অভিনেত্রী সানাই মাহবুবকে কিছু বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য সাইবার নিরাপত্তা ও অপরাধ দমন বিভাগে নিয়ে আসা হয়েছে।

উল্লেখ্য, গাজী মাহবুব পরিচালিত ‘ভালোবাসা ২৪/৭’ চলচ্চিত্রে কাজ করার ভেতর দিয়ে রূপালি জগতে পা রাখেন তিনি। প্রায় অর্ধ ডজন ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন বলে জানা গেছে।

মূলত, ব্রেস্ট ইমপ্ল্যান্ট করার সূত্র ধরেই মিডিয়ায় তার নাম চাউর হয়ে ওঠে। তবে শুধু আলোচিতই নন, কঠোর সমালোচনার মুখেও পড়তে হয়েছে এই অভিনেত্রীকে।






মতামত দিন।

Your email address will not be published. Required fields are marked as *

*