প্রাণের ৭১

Wednesday, May 5th, 2021

 

কৃষকের ভুলে বেলজিয়াম-ফ্রান্সের সীমান্ত নিয়ে টানাটানি!

পথের মাঝে পড়ে থাকা পাথর সরিয়ে দুই দেশের ঘুম হারাম করে দিয়েছেন বেলজিয়ামের এক কৃষক     চলার পথে পাথর দেখলে তা সরিয়ে হাঁটাই স্বাভাবিক। কিন্তু ছোটখাট অসাবধানতার কারণে অনেক সময় বড় সমস্যা সৃষ্টি হয়ে যায়। তেমনই সমস্যার সৃষ্টি করেছেন বেলজিয়ামের এক কৃষক। পথের মাঝে পড়ে থাকা পাথর সরিয়ে এখন দুই দেশের ঘুম হারাম করে দিয়েছেন তিনি।   বেলজিয়ামের সংবাদমাধ্যম সুদিনফো’র বরাত দিয়ে জানা যায়, বেলজিয়ামের ওই কৃষক সাধারণ পাথর ভেবে ফ্রান্স ও বেলজিয়ামের সীমানা নির্ধারনী পাথর সরিয়ে কৃষি জমির রাস্তা পরিষ্কার করেছিলেন। কিন্তু তার এই অসাবধনতার কারণে দু দেশেআরো পড়ুন