প্রাণের ৭১

পাহাড়ে সন্ত্রাসী কার্যক্রমের জন্য শাসকগোষ্ঠীই দায়ী: সন্তু লারমা

পাহাড়ে অস্ত্রবাজি ও সন্ত্রাসী কার্যক্রমের জন্য শাসকগোষ্ঠী দায়ী বলে মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান ও জনসংহতি সমিতির সভাপতি সন্তু লারমা।

শনিবার সকালে রাঙ্গামাটি শিল্পকলা একাডেমিতে মানবেন্দ্র নারায়ণ লারমার ৩৫তম মৃত্যুবার্ষিকীতে আয়োজিত এক স্মরণ সভায় এ কথা বলেন তিনি।

এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান ও জনসংহতি সমিতির সভাপতি সন্তু লারমা।

এ সভায় পাহাড়ে অস্ত্রবাজি ও সন্ত্রাসী কার্যক্রমের জন্য শাসকগোষ্ঠী দায়ী বলে মন্তব্য করেন তিনি।

সন্তু লারমা বলেন, প্রকৃতপক্ষে শাসকগোষ্ঠী ইউপিডিএফ ও জনসংহতি (এমএন লারমা) গ্রুপ সৃষ্টির মাধ্যমে পাহাড়ে সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

জুম্ম জনগণের অস্তিত্ব বিলুপ্তির জন্য পরিকল্পিতভাবে এসব কার্যক্রম করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

স্মরণ সভায় রাঙ্গামাটির সংসদ সদস্য ঊষাতন তালুকদার, জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক সদস্য নিরুপা দেওয়ান, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির কার্যকরী কমিটির সদস্য গৌতম কুমার চাকমা, বাংলাদেশ আদিবাসী ফোরাম পার্বত্য অঞ্চলের সভাপতি প্রকৃতি রঞ্জন চাকমাসহ অন্যরা বক্তব্য রাখেন।

স্মরণ সভার আগে শহরের শিল্পকলা একাডেমির সামনে থেকে একটি প্রভাত ফেরি বের করা হয় এবং মানবেন্দ্র নারায়ণ লারমার অস্থায়ী বেদিতে ফুল দিয়ে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।






মতামত দিন।

Your email address will not be published. Required fields are marked as *

*