প্রাণের ৭১

১১ জুলাই’১১ মীরসরাই ট্র্যাজেডির দিন স্বাস্থ্যবিধি মেনে পালনের সিদ্ধান্ত

মোহাম্মদ হাসানঃ ১১ জুলাই ২০১১ সালে দেশের নাগরিকদের বিবেক নাড়া দেয়া ঘটনা মীরসরাই ট্র্যাজেডি। মীরসরাই উপজেলা সদর থেকে সেদিন ফুটবল খেলা দেখে ফেরার পথে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় নিহত হয় এক অভিবাবক সহ ৪৪ ছাত্র।

প্রতিবছরের ১১ জুলাই দিনটি আবুতোরাব বহুমুখী উচ্চ বিদ্যালয় নানা কর্মসূচির মধ্য দিয়ে পালন করে আসছেন। এবার বৈশ্বিক ভয়াবহ মহামারী করোনা ভাইরাস এর সংকটময় সময়ে এ কর্মসূচি স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে পালনের সিদ্ধান্ত নিয়েছেন বিদ্যালয় পরিচালনা পর্ষদ।

আজ ২৪ জুন বুধবার সকাল ১১ ঘটিকায় আবুতোরাব বহুমুখী উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এম আলা উদ্দিনের সভাপতিত্বে ১১ জুলাই ১১ ট্র্যাজেডিতে নিহতদের স্মরণে আহুত অনুষ্ঠানের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় এবার করোনাকালে স্বাস্থ্য ঝুঁকি মহামারি করোনা সংকটময় সময়ে উক্ত দিন স্বাস্থ্য বিধি মেনে সামাজিক দুরুত্ব বজায় রেখে সকাল ১১ ঘটিকায় নিহতদের স্মরণে স্থাপিত দুটি স্মৃতি স্তম্ভ আবেগ ও অন্তীমের পাদদেশে পুষ্পস্তবক অর্পণ করবেন স্কুল কর্তৃপক্ষ। এছাড়াও স্কুল মসজিদে খতমে কুরআন ও দোয়া,আবুতোরাব জগন্নাথ ধামে ও স্থানীয় বৌদ্ধ বিহারে বিশেষ প্রার্থনার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মর্জিনা আক্তারের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পরিচলন পর্ষদের সদস্য নুরুল গণী,মোহাম্মদ হাসান,নুর উদ্দিন, মাহবুল হক,সংঘমিত্র বড়ুয়া,বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক রবিউল হোসেন নিজামী, জামাল উল্লাহ্ প্রমূখ






মতামত দিন।

Your email address will not be published. Required fields are marked as *

*