‘যে পাপ করেছি, তার প্রায়শ্চিত্য তো করতেই হবে!’
মিডিয়া আজ ৩০ বছর থেকে আমাকে এর ওর সঙ্গে শোয়াচ্ছে, এর ওর সঙ্গে বিয়ে দিচ্ছে, নানা কিসিমের কেচ্ছা লিখছে আমাকে নিয়ে, বানিয়ে আমার সাক্ষাতকার ছাপাচ্ছে, সম্প্রতি আমার একটি সন্তান প্রসব করেছে মিডিয়া, এরপর প্রসব করবে আমার নাতি পুতি।
কাহাতক আর সওয়া যায়! কিন্তু সয়ে যাওয়া ছাড়া আর কোনও উপায় নেই আমার।
নারী-পুরুষের সমানাধিকার, সমতার সমাজ, বৈষম্যহীন পৃথিবী গড়ার জন্য জীবনের ঝুঁকি নিয়ে লেখালেখি করে যে পাপ করেছি, তার প্রায়শ্চিত্ত তো করতেই হবে!
(লেখকের ফেসবুক স্ট্যাটাস)
« সবাই মারা গেছে! (পূর্বের সংবাদ)
(পরবর্তি সংবাদ) যুবলীগ নেতাকে কুপিয়ে ও গলা কেটে হত্যা। »