প্রাণের ৭১

করোনা যুদ্ধে শহীদ হলেন আরো এক পুলিশ সদস্য

মোহাম্মদ হাসানঃ শতাব্দীর ভয়াবহ বৈশ্বিক মহামারী প্রাণঘাতী করোনা ভাইরাস প্রতিরোধ যুদ্ধে সম্মুখ যোদ্ধা হিসেবে ঢাকা মেট্রোপলিটন পু্লিশের আরও একজন সদস্য জীবন উৎসর্গ করেছেন। মৃত্যুবরণকারী পুলিশ সদস্যের নাম মোঃ জালালউদ্দিন খোকা। তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক পূর্ব বিভাগে কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন।

শনিবার সন্ধ্যা ৭:১০ টায় তিনি রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৪৭ বছর। তাঁর বাড়ি ময়মনসিংহ জেলায় বলে ডিএমপি নিউজ সূত্রে প্রকাশ।

জালালউদ্দিন খোকাসহ এ পর্যন্ত ডিএমপির ছয়জন পুলিশ সদস্য করোনায় শাহাদাতবরণ করেন।

করোনা উপসর্গ নিয়ে জালালউদ্দিন গত ২০ এপ্রিল ২০২০ তারিখে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ভর্তি হন। করোনা পরীক্ষায় ২৬ এপ্রিল পজিটিভ এলে তিনি হাসপাতালে আইসোলেশনে থেকে চিকিৎসাধীন ছিলেন।






মতামত দিন।

Your email address will not be published. Required fields are marked as *

*