প্রাণের ৭১

চট্টগ্রামে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই ভাই নিহত

চট্টগ্রামে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ২ জন নিহত হয়েছে। শুক্রবার বেলা সাড়ে ১২টার দিকে জেলার বাঁশখালী উপজেলার সরল ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে। নিহতরা হলেন- বাঁশখালীর শীর্ষ সন্ত্রাসী জাফর মেম্বার (৪৮) ও তার ভাই খলিল আহমদ (৪৫)।

 

বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-৭ এর মিডিয়া অফিসার সহকারী পু্লশি সুপার মো. মাশকুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বাঁশখালীর সরল এলাকায় জাফর মেম্বারকে গ্রেপ্তারে অভিযান চালালে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। পরে ঘটনাস্থল থেকে জাফর মেম্বার ও তার ভাই খলিলের মরদেহ উদ্ধার করা হয়। এসময় ঘটনাস্থল থেকে আটটি অস্ত্র, বিপুল পরিমাণ গুলি ও কিরিচ উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি।

 

 

 

নিহত জাফরের বিরুদ্ধে অস্ত্র মজুদ, খুন ও ডাকাতিসহ বিভিন্ন অভিযোগে ৩৩টি মামলা এবং তার ভাই খলিলের বিরুদ্ধে ৮টি মামলা রয়েছে বলে র‌্যাব সূত্রে জানা গেছে।

 

র‌্যাব-৭ এর সহকারী পুলিশ সুপার কাজী মো. তারেক আজিজ জানিয়েছেন, জাফর মেম্বার ও তার ভাইয়ের মৃত্যুর পর এলাকাবাসী মিষ্টি বিতরণ করেছে।

 

নিহত জাফর মেম্বার (৪৮) ও খলিল আহমদ (৪৫) আপন সহোদর। তারা সরল এলাকার জয়নাল আবেদীনের ছেলে।






মতামত দিন।

Your email address will not be published. Required fields are marked as *

*