প্রাণের ৭১

টেকনাফে বন্দুকযুদ্ধে ২ রোহিঙ্গা মাদক কারবারী নিহত

কক্সবাজারের টেকনাফে চাকমারকূল এলাকায় বিজিবির সাথে বন্দুকযুদ্ধে দুই রোহিঙ্গা মাদক বহনকারী নিহত হয়েছেন বলে জানা গেছে। পুলিশ ঘটনাস্থল হতে ইয়াবা, কিরিচ, রামদা, লোহার রডসহ গুলিবিদ্ধ দুটি লাশ উদ্ধার করেছে। এ সময় বিজিবির এক জওয়ান আহত হন।

 

জানা যায়, সোমবার ভোররাতে টেকনাফের উত্তর সীমান্ত চাকমারকূল সড়কের পূর্ব পার্শ্বে আবুল কাশেমের বাঁশ বাগান সংলগ্ন এলাকায় দেশে আশ্রয় নেয়া থাইংখালী ১৩নং ক্যাম্পে অবস্থানরত শামসুল আলমের পুত্র সাইফুল ইসলাম (২২) ও ১৯ নং ক্যাম্পে অবস্থানরত নবী হোছনের পুত্র ফারুক হোসেন (২৫) ইয়াবার চালান নিয়ে আসার সময় উখিয়া উপজেলার ৩৪ বিজিবি পালংখালী বিওপি বিজিবির একটি টহল দল তাদের থামতে বলে। এ সময় মাদক বহনকারী রোহিঙ্গারা বিজিবির উপর চড়াও হলেও গোলাম কিবরিয়া নামে এক বিজিবি জওয়ান আহত হয়। বিজিবিও আত্মরক্ষার্থে পাল্টাগুলি বর্ষণ করে। গোলাগুলি থেমে গেলে সকাল ছয়টার দিকে খবর পেয়ে হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির আইসি দীপংকর রায় সর্ঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থল পরিদর্শন করেন।






মতামত দিন।

Your email address will not be published. Required fields are marked as *

*