প্রাণের ৭১

নববর্ষের সব অনুষ্ঠান বিকেল ৫টার মধ্যে শেষ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

নববর্ষে রমনা বটমূল, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ উন্মুক্ত স্থানের সব অনুষ্ঠান বিকেল ৫টার মধ্যে শেষ করার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

এছাড়া মুখে মুখোশ না পরার পাশাপাশি ভুভুজেলা বাঁশি না বাজানোর আহ্বান জানিয়েছেন তিনি। নববর্ষকে সামনে রেখে আইন শৃঙ্খলা রক্ষা সংক্রান্ত সভা শেষে এসব কথা জানান মন্ত্রী।

এ সময় আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘ পহেলা বৈশাখ উপলক্ষে আয়োজিত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক সকল অনুষ্ঠান সকাল থেকে বিকেল ৫ টা পর্যন্ত চলবে। রবীন্দ্র সরোবরের অনুষ্ঠান সন্ধ্যা ৭টা পর্যন্ত চলবে।  শহরের বিভিন্ন জায়গার অনুষ্ঠান নির্ধারিত সময়ের মধ্যে শেষ করতে হবে।

তিনি আরও বলেন, ‘হাতিরঝিলে একটি লস্ট এন ফাউন্ড সেন্টার থাকবে।  ইভিটিজিং যাতে না হয় তার ব্যবস্থা নেয়া হয়েছে। এছাড়া নাশকতা মূলক কর্মকাণ্ড প্রতিরোধে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। ঢাকায় অনুষ্ঠান মনিটরিং করার জন্যে ওয়াচ টাওয়ারের পাশাপাশি আকাশ থেকেও মনিটরিং করা হবে।






মতামত দিন।

Your email address will not be published. Required fields are marked as *

*