প্রাণের ৭১

পুলিশের মাদক বিরোধী অভিযানে ৭ দিনে ২৮৬৩ জন গ্রেফতার

মোহাম্মদ হাসানঃ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর শুন্য সহনশীলতা এবং আইজিপি’র অগ্রাধিকার ভুক্ত কার্যতালিকায় দেশকে মাদকমুক্ত করনের চলমান অভিযান দিনের পর দিনে আরো জোরলো হচ্ছে,সংশ্লিষ্টদের সম্মিলিত শক্তিতে এগিয়ে চলছে।

বাংলাদেশ পুলিশের মিডিয়া হেড কোয়ার্টার এর বারাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে,
গত ০৭ দিনে পুলিশ কর্তৃক সারাদেশে ১ হাজার ৯০৪ টি মামলায় ২ হাজার ৭০৮ জন মাদক কারবারী ও সেবনকারী গ্রেফতার হয়েছে। যা চলতিমাসে ১৯ হতে ২৫ জুলাই পর্যন্ত। পরিসংখ্যান পর্যালোচনায় দেখা যায়, বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিট কর্তৃক দায়েরকৃত এসব মামলায় ৪ লাখ ৬৬ হাজার ৭২ পিছ ইয়াবা,৯ হাজার ৯৩০ বোতল ফেন্সিডিল, ২ কেজি ৫৯৭ গ্রাম হেরোইন, ২ টন ৮৮ কেজি গাঁজা, ১ হাজার ২০৭ লিটার দেশি মদ এবং ২১১ বোতল বিদেশীমদ উদ্ধার হয়েছে। তুলনামুলক পর্যবেক্ষনে দেখা যায় গত সপ্তাহের চেয়ে চলতি সপ্তাহে উদ্ধার, গ্রেফতার ও মামলার সংখ্যা বেড়েছে লক্ষ্যনীয় মাত্রায়।
বাংলাদেশকে মাদকমুক্ত করতে আইজিপির এই অগ্রাধিকার ভিত্তিক কার্যক্রম দিনের পর দিনে অধিকতর গতিশীলতার সাথে বেগবান হচ্ছে, শহর-নগর-গ্রাম সর্বত্র ; সুচারু ও সমন্বিতভাবে।

মাদকমুক্ত বাংলাদেশ গড়ার বদ্ধপরিকরে বাংলাদেশ পুলিশের এ কার্যক্রম চলমান থাকবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।






মতামত দিন।

Your email address will not be published. Required fields are marked as *

*