প্রাণের ৭১

চট্টগ্রামে করোনায় মোট মৃতের সংখ্যা ২০৪ শনাক্ত রোগী ১০ হাজার ৭৭২ সুস্থ ১ হাজার ২৭৯

মোহাম্মদ হাসানঃ প্রাণঘাতি করোনায় গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে নতুন করে ২৯৫ জন আক্রান্ত হয়েছে। এ নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১০ হাজার ৭৭২ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেছে ৬ জন। এখন পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২০৪ জনে।

আজ ৮ জুলাই বুধবার সকালে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এ তথ্য জানান।

তিনি জানান, গতকাল মঙ্গলবার চট্টগ্রামের ছয় ল্যাবে ১ হাজার ৪৭১ জনের নমুনা পরীক্ষা করে ২৯৫ জনের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। তারমধ্যে নগরের ২১৬ জন ও ৭৯ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

ফৌজদারহাটের বিআইটিআইডিতে ২৭৭ জনের নমুনা পরীক্ষায় নগরের ১১ জন ও উপজেলা পর্যায়ের ২ জন বাসিন্দার করোনা মিলেছে।

চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটির (সিভাসু) ল্যাবে ২০৩ জনের নমুনা পরীক্ষা করে করোনা মিলেছে নগরের ১৩ জন ও ১৫ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ৫৩৪ জনের নমুনা পরীক্ষা করে নগরের ৯৬ ও উপজেলার ১৯ জনের করোনা মিলেছে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১৮৩ জনের নমুনা পরীক্ষা করে নগরের ২৩ জন ও বিভিন্ন উপজেলার ৩৩ জনের করোনা মিলেছে।

বেসরকারি ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ১৯০ জনের নমুনা পরীক্ষা করে নগরের ৩৭ জন ও উপজেলার ২ জনের করোনা মিলেছে।

শেভরণ ল্যাবে ৮৪ জনের নমুনা পরীক্ষা করে নগরের ৩৬ জন ও উপজেলার ৮ জন বাসিন্দার করোনা মিলেছে।

কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে মঙ্গলবার চট্টগ্রামের নমুনা পরীক্ষা হয়নি।

নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হওয়া উপজেলা পর্যায়ে ৭৯ জনের মধ্যে লোহাগাড়ার ২, সাতকানিয়ার ১, আনোয়ারার ১, চন্দনাইশের ৮, পটিয়ার ৬, বোয়ালখালীর ১, রাঙ্গুনিয়ার ৫, রাউজানের ১০, ফটিকছড়ির ৮, হাটহাজারীর ২৭, সন্দ্বীপে ২, মিরসরাইয়ের ৪ ও সীতাকুণ্ডের ৪ জন বাসিন্দা আছেন।

এখন পর্যন্ত আক্রান্ত হওয়া চট্টগ্রামে ১০ হাজার ৭৭২ জনের মধ্যে নগরের ৭ হাজার ৫০২ জন ও বিভিন্ন উপজেলার ৩ হাজার ২৭০ জন বাসিন্দা আছেন। এছাড়া করোনা আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করা ২০৪ জনের মধ্যে নগরের ১৪৫ জন ও উপজেলার ৫৯ জন বাসিন্দা।

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ১৪ জন করোনা রোগী। এ নিয়ে সুস্থ হয়েছে মোট ১ হাজার ২৭৯ জন করোনা রোগী।






মতামত দিন।

Your email address will not be published. Required fields are marked as *

*