প্রাণের ৭১

দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট লী-কে দুর্নীতির দায়ে ১৫ বছরের কারাদন্ড

 দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট লী মিং-বাককে শুক্রবার দুর্নীতির দায়ে ১৫ বছরের কারাদন্ড দেয়া হয়েছে। এ ঘটনা ছিল দেশটির সর্বশেষ সাবেক নেতার কারাদ- প্রদানের ঘটনা।
৭৬ বছর বয়সী লী প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) থেকে প্রেসিডেন্ট হন। ২০০৮ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত তিনি দায়িত্বে ছিলেন। ঘুষ ও অর্থ আত্মসাতের দায়ে তিনি অপরাধী সব্যস্ত হয়েছেন এবং সিউল ডিস্ট্রিক্ট কোর্ট তাকে ১৩ বিলিয়ন ওন (১১.৫ মিলিয়ন মার্কিন ডলার) জরিমানা করেছে।
দক্ষিণ কোরিয়ার সাবেক এই নেতার বিরুদ্ধে গত এপ্রিল মাসে ঘুষ, অর্থ আত্মসাৎ ও ক্ষমতার অপব্যবহারসহ ১৬টি অভিযোগ আনা হয়।






মতামত দিন।

Your email address will not be published. Required fields are marked as *

*