প্রাণের ৭১

নিরাপত্তা হেফাজতে নির্যাতন বেআইনি, অথচ অহরহ ঘটছে, বললেন ব্যারিস্টার সারা

সুপ্রিম কোর্টের আইনজীবী ও বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) এর অনারারি নির্বাহী পরিচালক ব্যারিস্টার সারা হোসেন বলেন, নিরাপত্তা হেফাজতে নির্যাতন অহরহ ঘটে আসছে, অথচ এটা বেআইনি। বিবিসি

 

সোমবার বিবিসি বাংলাকে তিনি বলেন, নিরাপত্তা হেফাজতে কোন ক্ষেত্রেই কারো বিরুদ্ধে কোন মতেই নির্যাতন গ্রহণ যোগ্য নয়। এখানে নির্যাতনের পক্ষে কোন অজুহাতের সুযোগ নেই। এমনকি দেশে যদি যুদ্ধাবস্থাও থাকে এবং আটক ব্যক্তি যদি সন্ত্রাসীও হয়, তাহলেও তাকে নির্যাতন করা যাবে না। আমাদের সংবিধানে কিন্তু এরকমটাই বলা আছে।

 

 

 

তিনি আরো বলেন, এখানে জবাবদিহিতার ব্যাপারটা আসলে নেই। কারণ যে সংস্থার বিরুদ্ধে অভিযোগ আসছে, তারা নিজে কিন্তু জবাবদিহিতার ব্যবস্থা করছে না। যেই পুলিশ সদস্যদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, পুলিশ বাহিনী তাদের কয় জনের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে? নির্যাতন বিষয়ে কী করা হয়েছে সে বিষয়ে সংসদেই বা কয়বার কথা হয়েছে?।

আমাদেরসময়






মতামত দিন।

Your email address will not be published. Required fields are marked as *

*