প্রাণের ৭১

জাতীয় নির্বাচনের আগে ভারতে মাওবাদী বিদ্রোহীদের হামলায় নিহত ৫

ভারতের ছত্রিশগড় রাজ্যে মাওবাদী বিদ্রোহীদের হামলায় মঙ্গলবার ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির একজন সংসদ সদস্য (বিধায়ক) ও তার গাড়িতে থাকা চারজন নিহত হয়েছেন।

পুলিশ কর্মকর্তা পি. সুন্দর রাজ জানান, ভারতের জাতীয় নির্বাচনের মাত্র দুদিন আগে ছত্রিশগড়ের দন্তেওয়াড়া জেলায় মাটির নিচে পুঁতে রাখা অত্যধুনিক বিস্ফোরক ডিভাইসের বিস্ফোরণে এ হতাহতের ঘটনা ঘটে।

রাজ সাংবাদিকদের জানান, হামলায় বিজেপির সংসদ সদস্য (বিধায়ক) ভীমা মাণ্ডভি, তার গাড়ি চালক এবং তিনজন নিরাপত্তাকর্মী নিহত হন।

চীনের বিপ্লবী নেতা মাও সেতুং কর্তৃক অনুপ্রাণিত বিদ্রোহীরা ভাড়াটে কৃষক, গরীব ও আদিবাসী সম্প্রদায়ের জন্য জমি ও চাকরির দাবিতে গত চার দশকেরও বেশি সময় ধরে সরকারের সাথে লড়াই করছে।

ভারত সরকার বিদ্রোহীদের অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য বড় হুমকি বলে উল্লেখ করেছে।






মতামত দিন।

Your email address will not be published. Required fields are marked as *

*