প্রাণের ৭১

ডিনিপ্রো নদীর বাঁধ ক্ষতিগ্রস্ত হয়ে বেশ কয়েকটি গ্রাম প্লাবিত

কিয়েভ, ইউক্রেন, ৬ জুন, ২০২৩ (বাসস ডেস্ক) : ইউক্রেনের রুশ-অধিকৃত কাখোভকা বাঁধের ক্ষতির পরে বেশ কয়েকটি গ্রাম ‘সম্পূর্ণ বা আংশিকভাবে প্লাবিত’ হয়েছে এবং এলাকা থেকে লোকদের সরিয়ে নেয়া শুরু হয়েছে। মঙ্গলবার এক ইউক্রেনীয় কর্মকর্তা এ কথা বলেছেন।

‘খেরসন অঞ্চলের ডান তীরে প্রায় ১৬,০০০ লোক সংকটাপন্ন অঞ্চলে রয়েছে।’ খেরসন সামরিক প্রশাসনের প্রধান ওলেক্সান্ডার প্রোকুদিন সোশ্যাল মিডিয়ায় বলেছেন, ডিনিপ্রো নদীর তীরে আটটি এলাকায় বন্যা হয়েছে।

কাখোভকা বাঁধের ক্ষতির জন্য ইউক্রেন ও রাশিয়া একে অপরকে অভিযুক্ত করেছে।






মতামত দিন।

Your email address will not be published. Required fields are marked as *

*