প্রাণের ৭১

বাংলাদেশে ডাবল মার্ডার হত্যার আসামীর মৃত্যুদণ্ড কার্যকর।

ফাঁসিতে ঝু‌লি‌য়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হ‌য়ে‌ছে আসামি চাঁন মিয়া ওরফে চান্দুর (৫৫)।

 

তিনি ঢাকার কেরা‌নীগ‌ঞ্জে ডাবল মার্ডার মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন।

 

বুধবার রাত ১০টা ১ মি‌নি‌টে গাজীপু‌রের কা‌শিমপুর হাই‌সি‌কিউ‌রি‌টি কেন্দ্রীয় কারাগা‌রে এ মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

 

কারাগা‌রের ‌সি‌নিয়র জেল সুপার মো. শাহজাহান আহ‌মেদ বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে জানান, মামলার সব কার্যক্রম শেষ হওয়ায় ফাঁসিতে ঝুলিয়ে রাত ১০টা ১ মি‌নি‌টে চাঁন মিয়া ওরফে চান্দুর মৃত্যুদণ্ডের রায় কার্যকর করা হ‌য়। তার মামলা নম্বর ৩৭(০২)০২ ধারা ৩০২/৩৪।

 

কারা সূত্রে জানা গেছে,মাদারীপু‌রের শিবচর থানার ৮ নম্বর চর এলাকার বাসিন্দা চাঁন মিয়া ওরফে চান্দু ২০০২ সালে কেরা‌নীগ‌ঞ্জ থানার রহমতপুর এলাকায় থাকতেন। ওই বছরের ১৬ ফেব্রুয়া‌রিতে কেরা‌নীগ‌ঞ্জে আমির আব্দুল্লাহ হাসান ও সেন্টু মিয়া নামের দুই ব্যক্তিকে হত্যা করা হয়।

 

সে হত্যা মামলার প্রধান আসামি ছিলেন চাঁন মিয়া। গ্রেফতার হওয়ার পর ২০০৪ সাল থেকে চাঁন মিয়া কাশিমপুর কারাগারে বন্দি ছিলেন। আদালতে সব সাক্ষী ও প্রমাণাদির সাপেক্ষে চাঁন মিয় এ ডাবল মার্ডারে দোষী সাব্যস্ত হন।

সুত্রঃ যুুুুগান্তর।






মতামত দিন।

Your email address will not be published. Required fields are marked as *

*