প্রাণের ৭১

বিশ্ব সুন্নী আন্দোলন ফ্রান্সের মাহফিল ও ইফতার মজলিস আয়োজন।

প্রানের৭১ডেক্সঃ ৪ই জুন সোমবার ইউরোপের ফ্রান্সের গার্দ নাথ এ বিশ্ব সুন্নী আন্দোলন ফ্রান্স কর্তৃক অপশক্তির গ্রাসে বিপন্ন দ্বীন মিল্লাত মানবতার মুক্তি সাধনায় রমজানের শিক্ষার মুমিনের দায়িত্ব উপলদ্ধির লক্ষে – সালাতু সালাম মাহফিল ও ইফতার মজলিস এর আয়োজন করা হয়, এতে সংগঠনটির নেত্রবৃন্দ বিভিন্ন দিক নির্দেশক বক্তব্য প্রধান করে। এতে ফ্রান্সের সুন্নী আন্দোলনের সদস্যবৃন্দ ও মুসলিম অতিথি উপস্থিত ছিল।






মতামত দিন।

Your email address will not be published. Required fields are marked as *

*