প্রাণের ৭১

করোনাভাইরাস থেকে আমাদের শিশুদের রক্ষা করুন : জাতিসংঘ মহাসচিব

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বৃহস্পতিবার ‘আমাদের শিশুদের সুরক্ষায়’ ভয়ংকর মহামারিতে তাদের পাশে দাঁড়ানোর জন্য পরিবার ও বিশ্বের নেতাদের প্রতি আহবান জানিয়েছেন। যদিও তারা এই মহামারিতে সংক্রমিত হওয়ার ক্ষেত্রে কম ঝুঁকিতে রয়েছে।
শিশুদের ওপর মহামারির বৈশ্বিক প্রভাব নিয়ে রিপোর্ট প্রকাশকালে এক বিবৃতিতে গুতেরেস বলেন,‘বিশ্বের সকল পরিবার এবং সকল পর্যায়ের নেতাদেরকে আমাদের শিশুদের সুরক্ষার আহবান জানাচ্ছি।’
তিনি বলেন,‘বৈশ্বিক মন্দা এগিয়ে আসছে ,এতে ২০২০ সালে হাজার হাজার শিশুর মৃত্যু হতে পারে।’
জাতিসংঘের অনুমিত হিসাবে এক বছরে বিগত দুই অথবা তিন বছরে শিশু মৃত্যুর হার কমিয়ে আনার সাফল্য ম্লান করে দিতে পারে।
গুতেরেস বলেন,করোনাভাইরাস ছড়িয়ে পড়ার কারণে বিশ্বব্যাপী স্কুলগুলো বন্ধ,শিশুরা খাদ্য সংকটে পড়তে পারে,‘৩১কোটি স্কুল শিশুর নিয়মিত পুষ্টি জোগাতে স্কুলগুলোতে যে খাবার সুবিধা দেয়া হতো, তা থেকে এই শিশুরা বঞ্চিত হচ্ছে।’
জাতিসংঘ বলেছে, সদস্যভুক্ত ১৯৩টি দেশের মধ্যে ১৮৮টি দেশে স্কুল বন্ধ রয়েছে। এতে ১৫০ কোটির বেশী শিশু ও তরুণ দুর্ভোগে পড়েছে।






মতামত দিন।

Your email address will not be published. Required fields are marked as *

*