প্রাণের ৭১

বিশ্বে করোনা আক্রান্ত ২৪ লাখ ছাড়িয়ে মৃত্যু ১ লাখ ৬৫ হাজার!

মোহাম্মদ হাসানঃ এ শতকের ভয়াবহ বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে বিশ্বে মৃতের সংখ্যা হু হু করে বেড়েই চলেছে। আজ সোমবার ভোরে মৃতের সংখ্যা বেড়ে এক লাখ ৬৫ হাজার ছাড়িয়ে গেছে।

বিশ্বব্যাপী করোনাভাইরাসের সর্বশেষ পরিসংখ্যান জানার অন্যতম ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, করোনাভাইরাসে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে বিশ্বের ২৪ লাখ ৬ হাজার ৯০৫ জন। তাদের মধ্যে বর্তমানে ১৬ লাখ ৯৭ হাজার ১৩ জন চিকিৎসাধীন এবং ৫৪ হাজার ৩৬৭ জন (৪ শতাংশ) আশঙ্কাজনক অবস্থায় রয়েছে।

এ পর্যন্ত করোনাভাইরাস আক্রান্তদের মধ্যে ৬ লাখ ১৭ হাজার ১৩ জন সুস্থ হয়ে উঠেছে এবং এক লাখ ৬৫ হাজার ৫৮ জন রোগী মারা গেছে।

গত বছরের ডিসেম্বরে চীন থেকে উৎপত্তি হওয়া প্রাণঘাতী করোনাভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২১০টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে।

গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

এদিকে কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে আরো সাতজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ রোগে আক্রান্ত হয়ে ৯১ জনের মৃত্যু হলো। এ ছাড়া নতুন করে আরো ৩১২ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এ নিয়ে মোট ২ হাজার ৪৫৬ জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।

রোববার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) করোনাভাইরাস-সংক্রান্ত অনলাইন ব্রিফিংয়ে যুক্ত হয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এসব কথা বলেন। তিনি বলেন, এ পর্যন্ত মোট ২৩ হাজার ৮২৫ জনের করোনার পরীক্ষা সম্পন্ন হয়েছে।

যুক্তরাষ্ট্রে করোনা সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা সর্বাধিক। ওই দেশে ৪০ হাজার ৫৫৫ জন মানুষের মৃত্যু হয়েছে, আক্রান্তের সংখ্যা সাড়ে ৭ লক্ষ ছাড়িয়েছে। ইতালিতে মৃতের সংখ্যা ২৩ হাজার ৬৬০। আক্রান্ত ১ লক্ষ ৭৮ হাজার ৯৭২। স্পেনে মৃত্যু হয়েছে ২০ হাজার ৪৫৩ মানুষের, আক্রান্তের সংখ্যা প্রায় ২ লাখ। ফ্রান্স মৃত্যু হয়েছে ১৯ হাজার ৭১৮ মানুষের। আক্রান্ত ১ লক্ষ ৫২ হাজার ৮৯৪। ব্রিটেনে মৃত্যুর সংখ্যা ১৬ হাজার ছাড়িয়েছে, আক্রান্ত ১ লক্ষ ২০ হাজার ৬০। ইতিমধ্যে স্পেনে লকডাউনের মেয়াদ ৯ই মে পর্যন্ত বাড়ানো হয়েছে।






মতামত দিন।

Your email address will not be published. Required fields are marked as *

*