পশ্চিমবঙ্গে উদযাপিত দোল উৎসব
দোল উৎসব উপলক্ষে সবচেয়ে বড় আয়োজন ছিল কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতনে। সেখানকার ছাত্র-ছাত্রী থেকে শুরু করে শিক্ষক-শিক্ষিকা এমনকি পর্যটকরাও মাতেন দোল উৎসবে। নানা রঙের আবিরে মুখ রঙিন করতে দেখা যায় তাদের। বৃহস্পতিবার (২১ মার্চ) সকাল থেকে প্রচণ্ড গরম উপেক্ষা করে শান্তিনিকেতনের রাস্তায় দোল খেলায় মাতেন সবাই। আবিরের রঙে রঙিন হয়ে ওঠে চারপাশ।
এদিকে উৎসবটি উপলক্ষে নিরাপত্তা জোরদার করা হয় পুরো শান্তিনিকেতনে। বিভিন্ন স্থানে লাগানো হয় সিসিটিভি ক্যামেরা।
« ৫১ শিশুসহ স্কুলবাস ছিনতাই করে আগুন লাগাল চালক! (পূর্বের সংবাদ)
(পরবর্তি সংবাদ) বিপ্লবের মহানায়ক মাস্টারদা সূর্য সেন এর আজ জন্মদিন – বিনম্র শ্রদ্ধা। »