প্রাণের ৭১

মিরসরাইতে কলেজ ছাত্রের উপর হামলা, গুরুতর আহত।

মিরসরাইয়ের ছাত্রের উপর হামলা। মেহেদী রাফি (চট্টগ্রাম )শ্যামলী আইডিয়াল পলিটেকনিক ইন্সস্টিটিউটের ছাত্র -গতকাল পাঁচ নম্বর ইউনিয়ন ওসমানপুর। আজমপুর বাজারে  এশারের নামাজের পর

সন্ত্রাসী হামলায় আহত হয়।

বাজারে গ্রুপিং হামলায় এই ঘটনা ঘটে।মেহেদী রাফি তখন নামাজ পরে বের হয়ে রাস্তার মোড়ে দাঁড়িয়েছিলেন।

ওই অবস্থায় কিছু কিছু এলাকার সন্ত্রাসী তার উপরে হামলা করে। রাফি এলাকায় সব সময় থাকেনা শহরে পড়াশোনা করেন। এই অপ্রত্যাশিত আক্রমনের  তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে এলাকাবাসী ।

 






মতামত দিন।

Your email address will not be published. Required fields are marked as *

*