প্রাণের ৭১

Sunday, January 3rd, 2021

 

শিশু নিপিড়নকারীদের লক্ষ করে রনির আক্রমনাত্মক স্টার্টাস

শিশু নিপিড়ন বলাৎকারকারী ও  উগ্রবাদীদের সমর্থকদের উদ্দেশ্যে আক্রমনাত্মক স্টার্টাস। গোলাম মওলা রনির ফেসবুক  টাইম লাইন থেকে – উগান্ডায় পায়ু সেনাদের বংশবৃদ্ধি রীতিমতো মহামারী আকার ধারন করেছ । পায়ুস্কামের উদগ্র উত্তেজনায় তারা রীতিমতো পাগলা কুকুরের মতো রাস্তায় ঘুরে বেড়ায় এবং কওমে লুত জমানার পায়ু যোদ্ধাদের চেয়ে ভয়ঙ্কর রূপ নিয়ে তারা দিন রাত হন্যে হয়ে পায়ুপথের অন্বেষণ করতে থাকে ।   ইতিপূর্বে  তারা কেবল কমলমতি নাবালকদের পায়ুকে টার্গেট করে গ্রামগঞ্জের পায়খানা গুলোর আশেপাশে ঘুর ঘুর করতো এবং মলত্যাগের জন্য কোন অসহায় বালক আসা মাত্র হায়নার মতো ঝাঁপিয়ে পড়তো । কিন্তু ইদানীং কালেআরো পড়ুন


জনগণের পুলিশ চাই: শেখ হাসিনা

মোহাম্মদ হাসান: পুলিশ বাহিনীকে ‘জনগণের পুলিশ’ হওয়ার তাগিদ দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আন্তরিকতার সঙ্গে কাজ করলে যে কোনো সমস্যার সমাধান সম্ভব। ৩ জানুয়ারি ২০২১ সকালে রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে ৩৭তম বিসিএস কর্মকর্তাদের কুচকাওয়াজ অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন সরকার প্রধান। এ সময় তিনি এসব কথা বলেন। ১৯৭২ সালে পুলিশ বাহিনীকে উদ্দেশ্য করে বঙ্গবন্ধুর একটি ভাষণ উদ্ধৃত করে প্রধানমন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধু যে নির্দেশনা দিয়েছেন তা মেনে চলতে হবে। আজ তোমরা যে শপথ নিয়েছো তা পালন করতে হবে। জনগণের পুলিশ হতে হবে।’ প্রধানমন্ত্রী বলেন, ‘পুলিশকে মানুষের আস্থা, বিশ্বাস ও ভালোবাসা অর্জনআরো পড়ুন